একটি ক্ষুদ্র অতি সামান্য শব্দ ।
একটি স্বপ্ন একটু আকাঙ্ক্ষা আর একটি ইচ্ছে পূরনের গল্প ।
একটি আশা একটু ভালবাসার আর একটি ভাল লাগার আষাঢ়ের কল্পকথা ।
একটি মায়া একটু ছায়া আর একটি মমতার অলৌকিক সেতুর বন্ধন ।
একটি সাহস একটু দুরন্তপনা আর একটি ছেলেমানুষির সরলতার বন্ধুত্বপূর্ন ছায়া ।
একটি অভিমান একটু রাগ আর কিছুটা খোশগল্পের অফুরন্ত কল্পনার জগত ।
একটি বিশ্বাস একটু দোষ আর সকল দুষ্টমির অফুরন্ত আলিঙ্গন ।
একটি অপেক্ষা একটু ধৈর্য আর একটি ভাবনার অশ্রু ভেজা চোখের পলকহীন দৃষ্টি ।
একটি কড়া শাসন একটু বকুনি আর একটু চোখের দাঁড়ালো চাহনীর মুখের মিষ্টি হাসির নরম শব্দ ।
একটি গোছালো হাতের কাজ একটু আদুরে ছোঁয়া আর একটি মাথার উপরে তৃপ্তির পরশ ।
একটি ব্যস্ত জীবন একটু পরিকল্পনাহীন গন্তব্যস্থল আর একটি নিজের জীবন সমন্ধে অখেয়াল ।
একটি ভারাক্রান্ত মন একটু অসুস্থতায় কান্না আর শুকিয়ে যাওয়া চোখের জল ।
একটি পরিবার একটু সেবাযত্ন আর সকলের যুগোপযোগী সকল চাহিদার সমাধান ।
একটি সংসার একটু অঙ্গীকার আর পরিবারের সময় অসময়ের খেয়াল ।
একটি ঘুমহীন চোখ একটু অবিশ্রাম রাত আর তাঁর সকল স্বপ্নের ভাবনাহীন পাহাড়া ।
একটি কুহু ডাকা ভোর একটু সময়ের অবসান আর সারাদিনের নানান অজুহাতের সংগ্রামী প্রতিফলন ।
একটি না চাওয়া একটুও না পাওয়া আর জীবনের বাকিটা সময় বিলিয়ে দেওয়ার শপথ ।
নিজেকে না ভেবে সকলের পাশে থাকার এক দাওয়াত পত্র ।


মা।
ক্ষমা করো ।মাফ করে দিও ।
ভুলে যেও ।আমার করা ছোট আঘাত আর চড়া গলায় বলা কিছু কর্কট কথা ।
সময় অসময়ের অসামর্থের আবদার ।
রাগারাগি আর মনোমালিন্যের ছাপ ।
আমার জন্য শোনা বকুনি আর গালমন্দ ।
লুকিয়ে লুকিয়ে ধুকে ধুকে কান্নার মুহূর্ত ।
প্রতিবেশীর করা ঝগড়া ঝাটি ।
শিক্ষকের কড়া কিছু কঠিন শব্দের ভাষা ।
বাবার কিছু রাগের আঘাত ।
ভুলবো না ।এ জীবন যত দিন না যায় ।
তুমি সুখে থেকো ।
ভালো থেকো ।
আল্লাহ্ তোমাকে বেহেস্তে নসিব করুক ।
দোয়া করি তুমি জান্নাতের সর্বোচ্চ স্থানে থাক ।