বৈশাখ মাসে মেলা হয়
মামার বাড়ির পাশে।
আমি যাই মা যায়
ছোট বাবুও হাসে।


বড় মামা সকাল বেলায়
ছোট মামা সন্ধায়।
গরম জিলাপি ভিষণ মজা
ইচ্ছে মতো খাই।


মেলায় ঘুরি গাড়ি কিনি
টমটম আর বাঁশি।
বাঁশি পেয়ে বেজায় খুশি
চাঁদের মতো হাসি।


হালিম আছে পেয়াজু আছে
আছে রসগোল্লা।
দলে দলে মানুষ আসে
ভিড়ে হইহুল্লো।


মামা আছে মেলা আছে
দূরে থাকি আমি।
মামার সাথে মেলার স্মৃতি
অনেক বেশি দামী।