নীলাম্বরী,
আমিতো ভুলিনি সন্ধে ক্ষন।
আমিতো ভুলিনি আলতো ছোঁয়া।
শীতলক্ষ্যায় ভেসে যাওয়া আবহাওয়া।
উষ্ণ আবেগ আবেদন পাওয়া।


নীলাম্বরী,
আমিতো ভুলিনি পলাতক চাঁদনী রাত।
আমিতো ভুলিনি কাঁটায় কেটে যাওয়া হাত।
কনকনে শীতে জানালায় দাঁড়ানো।
মাঝরাতে বৃষ্টিতে ভিজিয়ে হাত বাড়ানো।


নীলাম্বরী,
আমি ভুলিনি নীল আকাশ হলুদ ঘুড়ি।
আমি ভুলিনি কড়কড়ে রৌদ্রে নদীর ঘাটে পায়চারি।
অন্ধকারে কানের দুলের শব্দে মুখ লুকানো।
আচমকা ঠোঁটের উষ্ণতায় ঘুম ভাঙানো।


নীলাম্বরী,
আমি ভুলিনি আলতা রাঙা পা নোলকের লাবন্যপ্রভা।
আমি ভুলিনি কালো তিলক বাঁকা হাসির আভা।
বসেই আছি সেই অট্টহাসির পুকুর পাড়ে।
প্রিয়তম, এখনও তোমার অপেক্ষায়, এখনও মনে পড়ে।