একটি একটুকরো  কথা ছিল।
হয়তো আহাজারির গল্প।
নয়তো নিজের স্বাধীনতার বাস্তবতা।
হতে পারে সাচ্ছন্দবোধের সাবধানতা।


হয়তো পরিচয় ফেসবুকের পাতায়।
নতুবা রেস্তরাঁর বেলকুনির চেয়ারে।
পাশাপাশি বাসের সিটে।
লাইব্রেরীর আলমারির কোনে।


হতে পারে ফ্লেক্সিলোডের দোকান থেকে নেয়া।
নতুবা বান্ধবীর সহযোগীতায়।
বাসা বাড়ির ছাদে।
শিক্ষকের প্রাইভেটে।


ক্লাসে উকির তৎপরতায়।
নতুবা বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকা রাস্তায়।
খেলার মাঠের কোণায়।
শহরের বাসা বাড়ির গলির মোড়ে।


তারপর কথাবার্তা মোবাইলে অজাম্তেই।
লুকিয়ে,লেপ জরানো আবছা কথার বাহানায়।
ভয়ে ভয়ে প্রথম দেখা স্কুলের ছাদে।
পরলো প্রেমের ফাদে।


রাতবিরেত বিকাল সন্ধার ক্ষণে ক্ষণে।
তাহারই কতা পরে মনে।
পছন্দ অপছন্দের মিল।
প্রিয় অনভূতির খিল।


জন্মদিনের আগমনী বার্তার সন্ধিক্ষণ।
উপহার খাওয়া দাওয়ার মিছিল।
ভ্যালেন্টাইন আর বৈশাখে।
ঈদ আর নানা ফেস্টিভালে।


প্রেম! সেতো এরকম কোন স্বীকৃতি ঘটনায়।
নতুবা কোন বিয়ে, বার্থডে পার্টি আর গায়ে হলুদে।
রেল স্টেশন, বাসস্টপের প্রথম দেখায়।
প্রেম ভালবাসা সেতো নানা জন্মায়।