আমাদের গাঁয়ে
যেতে হয় নায়ে।
বর্ষার মৌসুমে
বৃষ্টি দেয় ছুয়ে।


আমাদের গাঁয়ে
পাখি ডাকে ভোরে।
সন্ধ্যা হলে
সূর্য লুকায় আড়ালে।


আমাদের গাঁয়ে
শিশির খেলে ভিজিয়ে।
আকাশের বৃষ্টিতে
মাটি যায় ধুয়ে।


আমাদের গাঁয়ে
কৃষকেরা ধান কাটে।
সোনার ফসলে
রাতের পরী হাটে।


আমাদের গাঁয়ে
দাদু নাতি বসে।
একসাথে খায়দায়
একসাথে নাচে হাসে।