আর কত দেরি এ রাত পোহাবার ।
আর কত দেরি প্রভাত ফেরি দেখবার ।
আর কত দেরি বিজয়ের সংগীত শোনার ।
আর কত স্বাধীন বাংলার গর্বিত ভাষন শোনার।
আর কত দেরি লাল সবুজের আকাশ দেখার ।
আর কত দেরি লাল পতাকা উড়ানোর বাহাদুরি কারবার ।
আর কত দেরি ।


এ অপেক্ষার প্রহর কাটবে কখন ।
কখন সময় দেবে পাল তুলে ।
রাঙ্গিয়ে দেবে সকল সত্তাকে ।
ফিরিয়ে আনবে বিবেক ।
মুক্ত করবে হানাদারের হাত থেকে ।
গাইবে ধরনীর গান ।মাখবে মাটির ঘ্রান ।
শীতল পাটির বিছানায় নিবে বিশ্রাম ।
হালকা মৃদুল হাওয়া দোল নেবে কিছুটা সময় ।
পাখির কিচিরমিচিরে দেখবে সাঁঝের সকাল ।
সে আমার স্বাধীনতা সে আমার ১৬ ডিসেম্বর ।
কেউ কি জানো ?
আর কত সময় আছে বিজয় মাইকের আওয়াজ শোনার।


সবে মাত্র মধ্য রাত ।
আরও ঘন্টা কয়েক বাকি ।
এভাবেই অবচেতনে বসে বসে থাকি ।


সময় ।
সে তো অতি অহংকারী ।অতি চালাক আর বুদ্ধিমতী ।
ধরা দেয়না মোটেই ।দূরে দূরে থাকে ।
এদিকে অপেক্ষায় আমার বুক ফাটে ।


১৬ ই ডিসেম্বর ।
আমি এখনও জেগে আছি ।
তোমার প্রতীক্ষায় ।তোমারি প্রেমের টানে ।
তোমারি সূতায় নিজেকে সারা জীবন বেঁধে থাকতে ।


এই তো ভোর হলো ।
সূর্যের রশ্নি জানালায় এসে উকি দিল ।
মাইকের আওয়াজে বাড়ির ছোট ছেলে মেয়ে দৌড়ালো ।
দেশের গানে মুখরিত হলো চারপাশ।
শেখ মুজিবরের ভাষনে ভরে উঠল গ্রামের মাঠ ঘাট।


একি ব্যাপার!
বিজয়ের ফোটকা ফুটানোর গন্ধ এত সুমধুর ।
এত আকর্ষিত ।এত বিমোহিত সুভাষ ।
একি ব্যাপার!
আব্বুকেও দেখি লাল পাঞ্জাবি পরতে ।
ছোট কাকার হাতে দেখি তরতাজা ফুল ।
ছোট বোনের চুলের খোপায় আজ লাল ফিতা ।
এটাই কি ১৬ ই ডিসেম্বর ?এটাই কি বিজয় ।
এটাই কি ছিনিয়ে আনা স্বাধীনতার সুফল ।
হ্যা ,এটাই স্বাধীনতা ।এটাই বিজয়ের একমাত্র বহিঃপ্রকাশ ।
যেখানে সবাই সমপক্ষ ।সবাই ভাগ করে বিজয়ের উল্লাস ।


শহীদ মিনার ।
স্কুলের কর্নারের ছোট সেই মিনারটি ।
ছোট সেই বছর সাতেক আগে তৈরি করা জায়গাটি ।আজ মেতে উঠেছে লাল সবুজের পতাকায় ।
বেজে উঠেছে দেশের গান আর সুরের মূর্ছনায়।
রাঙ্গিয়ে রয়েছে তাঁর উঁচু স্থানটি ।
লাল নীল হলুদ আর সাদা কাগজে সাজানো বিছানায় ।
আজ সে পেয়েছে অফুরন্ত ভালবাসার উপাহার ।


অবাক ।
আমি হতভম্ব হয়ে গেলাম ।
পাঁচ বছর বয়সী মেয়েটির শহিদ মিনার ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ভঙ্গিতে ।
হতভম্ব হলাম।
১৬ই ডিসেম্বর তার কাছেও গিয়েছে ।
আমি বিস্মিত !আমি অনুপ্রাণিত ।
দলে দেল ছেলে মেয়েদের শুভেচ্ছা জানানো দেখে ।প্রত্যেকের পরনে লাল সবুজের পোশাক পরিধানে ।গালে মেখে রং এর ১৬ ডিসেম্বর আর মাথায় বিজয়ের ব্যাজ পরিধানে ।


১৬ ডিসেম্বর।
আমি পেয়েছি তোমাকে ।
নানান সাজে নানান মহিমায় ।
পেয়েছি তোমায় নানান কলরবে আর বিজয়ের আনন্দ মাত্রায় ।
তুমি হারিয়ে যেতে পারবে না।হারাতে দেবনা ।
জীবন দিয়ে পেয়েছি তোমায় ।জীবন দিয়ে রাখবো তোমায় ।
আমার বিজয় আমার স্বাধীনতা তোমার হাতে ।
তোমাকে স্মরন করি নানান অজুহাতে আর ফুলেল শুভেচ্ছাতে ।