আবার যাবো ছোটবেলায় রংতুলি নূপুর পায়ে।
আবার ছুটবো মেঠোপথে আঁকাবাকা গাঁয়ে।
কাশফুল আর কচুরি ফুলে তুলবো চুলে।
বউঝি আর পুতুল খেলায় বেণী থাকবো ভুলে।


মেহেদী পাতায় হাত রাঙাবো, আলতা রঙে পা।
হলুদ শাড়িতে বউ সাজবো, চুড়িতে বাজবে হাতটা।
ঘোমটা দিয়ে লজ্জা পাবো, টোল পরবে গালে।
খিলখিলিয়ে হাসবে সবাই, থাকবো আমি আড়ালে।


খেলনা নিয়ে যুদ্ধ হবে, দুই ভাইবোনের মাঝে।
আড়িঁ করে বসে থাকবো, বোনের সেটাতো সাজে।
আদর করে দেবে ভাই, ধরবে সে তার কান।
মিষ্টি মুখে হাসবো আমি, ভাঙবে আমার অভিমান।


বাবা আসবে নোলক নিয়ে, সাজবো আমি বুড়ি।
মায়ের চুড়ি করবো চুরি, ঘুরবো বাড়ি বাড়ি।
কদম ফুলের মালা নিয়ে, ঝগড়া করবো সারা বেলা।
এই নিয়ে সব বন্ধ হবে, মাটি দিয়ে তৈরি খেলা।


মুখ ভারী করে বসে থাকবে সই, করবে আরও আড়িঁ।
গা ঠেলে ধাক্কা দেবে, বলবে সে যাবো না তোদের বাড়ি।
ঝগড়া শেষে আসবো ফিরে, মায়ের কাছে ধরবো বায়না।
মেলা থেকে কিনে দিতে হবে, ঝুমুর ঝুমকা আর আয়না।