ভাদ্র আশ্বিন মিলে
শরৎ ঋতু খেলে।
উত্তর আমেরিকা ফল বলে।
ইংরেজিতে "অটাম" বলে।


হিমঝুরি,পাখিফুল,বকফুল, শেফালি
শরৎকালের প্রধান ফুল।
পত্রঝরা বৃক্ষের পাতা ঝরে যাওয়া
হয়না কখনও ভুল।


নীল আকাশের মাঝে
টুকরো টুকরো সাদা মেঘ ভেসে বেড়ায়।
শৎকাল প্রকৃতিকে সাজিয়ে দেয়
বর্ষার পরে গাছগুলো সজীব হয়ে দাঁড়ায়।


শরৎ মানেই নদীর তীরে কাশফুল
শরৎ মানেই গাছে গাছে হাসনুহানা।
বিলে শাপলার সমারোহ৷
পাকা তালের পিঠা, পায়েসের হানা।


ক্ষেতে ক্ষেতে আমন ধানের বেড়ে ওঠা
বিলে পুকুরে সাদা বকের মেলা।
কাশফুল,নীল আকাশ আর সবুজ মাঠে
ঋতুর রানি শরতের খেলা।