নীল খাম, প্রভাত সকাল।
এলোমেলো শিহরন, খোলা জানালা।
তুমি আলতো করে শাড়ির আঁচলে ছুয়ে দিয়ে যেও।


দক্ষিনা হাওয়া, নীল আকাশ।
মৃদু মৃদু শীতল বাতাস, উঠানে কোকিলের ভিড়।
তুমি চুপিচুপি কানের পাতায় ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিও।


গোধূলি আকাশ, উদাস মন।
শুকনো পাতার মর মরে শব্দ, বাঁশি বাজে দূরের ডিঙিয়ে।
তুমি চিরকুটে মনের আঙিনায় একটু বেড়িয়ে যেও।


লাল শাড়ি, কপালে টিপ।
বটগাছটা এখনও অপেক্ষায়, পায়ে নূপুরের ঝংকার শব্দ।
তুমি ময়না হয়ে প্রেয়সীর খবর নিয়ে যেও।


সাদা সাদা বকের সারি, সূর্যের অর্ধস্নান।
ঝিঁঝিঁ পোকার ডাক, হ্যারিকেনটা এখনও পাহারায়।
তুমি চলে এসে তোমার পায়ের শব্দ দিয়ে যেও।