কলম দিয়ে একেঁছি কত
এটা ওটা সেটা।
রাবার দিয়ে মুছেছি কত
কাগজ বই খাতা।


কত কলম নষ্ট করেছি
কত খাতার পাতা।
অ আ ক খ'র বই ছিঁড়েছি
ছড়ার বই যাতা।


মায়ের বকুনি শুনেছি কত
শুনেছি ভাইয়ের জারি।
তবুও কি শেষ হয়েছে
আমার যত বাহাদুরি।


বইখাতা আর কলমের সাথে
প্রতিদিন হয় দেখা।
ছড়া পড়ি গল্প পড়ি
আর লাগেনা একা।


তোমরা সবাই বইখাতা নিয়ে
চলে যাও স্কুলে।
ছোট্ট বেলায় ছিঁড়েছে যত
আর ছিঁড়না ভুলে।