আজ না হয় পিতৃত্বের টানে বোবা হয়ে থাকতে পারছো।
আজ না হয় মায়ার বাঁধনে অশ্রুসজলে ভিজছো।
আজ না হয় দায়িত্বের শিকলে পা বেঁধে রেখেছো।
আজ না হয় সম্পর্কের ডাকে বুক ডুকরে কাঁদছো।


কাল হয়তো বয়স্ক ভাতার জন্য তোমার চলাচলি ।
কাল হয়তো রিলিফ চাউলের জন্য  মানুষ ঢলাঢলি।
কাল হয়তো হয়তো হাটবাজারের কোণায় হাত বাড়িয়ে থাকা।
কাল হয়তো নামাজ শেষে মসজিদের সম্মুখে পুরানো গামছা রাখা।


তোমার পিতা ছিলো, মায়েও ছিলো।
খুবই দরদে, অত্যন্ত আদরে, পরম স্নেহ মায়ায় তোমাকে বড় করেছিল।
আজ তুমি আছো, তোমার স্ত্রীও আছে।
খুবই অনুনয়ে, অতি সোহাগে, চরম আদর ভালোবাসায় সন্তান মানুষ হয়েছে।