চামচ বাটি সবই প্রিয়
প্রিয় থালাবাসন।
গ্লাস মগের নিস্তার নেই
চৌকির উপর আসন।


ঝুনঝুনি আর চামচ নিয়ে
খেলতাম বসে রোজ।
টমটম গাড়ি আর মাটির ব্যাংকের
আর রাখিনা খোঁজ।


নারিকেল ডাগর গাড়ি বানিয়ে
খেলতাম দুপুরবেলা।
পাখির বাসা খুঁজে বেরতাম
সকাল সন্ধ্যাবেলা।


ঘুড়ি নিয়ে উড়াইতাম সবাই
খেলতাম গোল্লাছুট।
মোড়ক যুদ্ধে ব্যথা পেতাম
তবুও থাকতাম অটুট।


মাটি এঁকে গুটি খেলতাম
ডাংগুলি খেলে মারামারি।
চুরি করে আম পারতাম
করতাম কাড়াকাড়ি।


পুতুল সাজিয়ে বিয়ে দিতাম
মাটি দিয়ে খাবার।
কাদামাটি দিয়ে ডুব দিয়ে
ঘর বানাইতাম আবার।


নৌকা থেকে লাফ দিয়ে
পরতাম পানির উপর।
ডুবে ডুবে সময় পার
হয়ে যেত দুপুর।


ঘুমের ঘরে ছিলাম আমি
স্বপ্নে পেলাম খুবই ।
উঠে দেখি কিছুই নেই
হারিয়েছি আমি সবই।