দিবস দিবসে উত্তাল জীবন যুদ্ধে জড়ানো জাতি ।
রক্ত মাংসের স্তূপে এখনও মাখামাখি এ বাংলার মাটি ।
মেধাবী মেরুদণ্ডের চিৎকার আর জীবন ত্যাগে বাংলা পেয়েছে খ্যাতি ।
হুক ডাক আর বন্দুকের শব্দে গণহত্যা এখনও পরিপাটি ।


মিছিল সভা শ্লোগানে এখনও ২৫ শে মার্চ সজোরে জীবিত ।
কর্মসূচি ব্যানার ফেস্টুনে এখনও মুজিব পরিবার শোকাহত ।
সংবাদ শিরোনামে পত্রিকার পাতায় এখনও মুজিব পরিবার লিখিত ।
মানুষ পরিবার কৃষকের মুখে এখনও মুজিবের কথা অমৃত ।


এখনও লাল নীল কালো বৎসরে আয়োজনে মাতি ।
এখনও কালো ব্যাজে গণহত্যার স্মরণে জাতি ।
এখনও শোকে অসুখে অসুস্থ মস্তিষ্কে নেভানো বাতি ।
এখনও বির্সপিত অগ্নিশিখায় শোকের ছায়ায় এ অমূল্য সম্পদের ক্ষতি ।


২৫ শে মার্চ ,বঙ্গবন্ধু আর তুমি ।
জন্ম দিয়ছো এ ক্ষনকাল এ দেশ এ মহাকাল ।
গণহত্যা ,বঙ্গবন্ধু আর তুমি ।
ঘোষণা করেছো স্বাধীনতা ,এ ধরিত্রী এ আবহমান কাল ।


অন্ধকারের লুকোচুরি কালো রঙে রাঙিয়ে হত্যাযজ্ঞের ১৯৭১ এর এ দিবস ।
বুকে দিয়েছো স্বাধীনতার শক্তি ,দিয়েছো মাথা তোলবার সাহস ।
মুজিব তোমার আহবান,তোমার কথার এমন ধরনে ।
সর্বকালের শ্রেষ্ট তুমি রাখব আজীন স্মরণে।


২৫ ও ২৬ শে মার্চের এমনই দিবা রাত্রির দিবসে ।
স্বাধীনতার গর্জনে জ্বলসে ওঠা এমনই বাতাসে ।
ফিরে আসুক বারবার এমনই অন্ধকারের প্রভাত ।
যেখানে বাঙালি জাতি পাবে স্বাধীনতা দিবস ,মুজিব তোমাকে জানাবো সুপ্রভাত ।