হয়তো আর কিছুদিনের অপেক্ষায়।
হয়তো বাস্তবতার বিরসবদনে অতৃপ্তিটা ঘনঘটায়।
কাল সমীক্ষায় নিত্য নতুন অভিনয় অভিজ্ঞতায়।
রং বেরং ধূসর পৃথিবীর জমকালো অনুষ্ঠানমালায়।


ভুলতে বসেছি নিরন্তর চিরন্তন নিজস্ব সত্তা।
কর্মব্যস্ততায় ডুবে ডুবন্ত, মোহনীয় মায়ায় ঘুমন্ত।
আর কতো কাল পিছু পিছু হাঁটবে এ ধরনী অন্তমিলে।
এ অবধি থেকে প্রভুর অনুগত আমি , ব্যস্ততা দরজার খিলে।