৭১ হারিয়েছি ছেলে সন্তান।
হারিয়েছি নিজ দেহ।
মা বোন হারিয়েছে ইজ্জত মানসম্মান।
দেখার ছিলো না কেহ।


৮৮ তে ভাসায়েছি ভিটেমাটি।
পার করেছি দুঃখ কষ্ট  আহাজারি।
বিলীন করেছি পশুপাখি স্বয়সম্ভল।
দিনযাপন হয়েছে স্বাক্ষী পিপাসার হাহাকারি।


২০১৮ তে হারালম একমাত্র উপার্জনী ভাই।
ভরণপোষনের একমাত্র ছেলে হাতিয়ার।
হারালাম নিরালায় প্রিয় বাবা, পিতৃত্বকে।
চারদিক এখন নিরাকার, অশ্রুজলের সমাহার।


চমকেও উঠেছিলাম ৭১ এর কাহিনীতে।
থমকে গিয়েছিল জীবন স্রোত ৮৮এর বন্যাতে।
অবাক হলাম ২০১৮ এর বন্দুকযুদ্ধে।
পিতৃবিয়োগে হৃদয়ক্ষরন, অনুভুতিগুলো নিরব শব্দে।