ভিন বাঁশির সুরে সুরে
আসতো সাপুড়ে।
সবাই মিলে দেখতে যেতাম
মাঝ দুপুরে।


ভয়ে ভয়ে লুকিয়ে
দেখতাম তাকিয়ে
কখন যেন আসে সাপ
দেয় কামড়িয়ে।


জড়োসরো গুটিশুটি হয়ে
থাকতাম বোনের হাত ধরে।
সাপ ফোসফাস করলেই
যাবো আমি দৌড়ে।


বুকটা করতো ধড়ফড়
গলা যেত শুকিয়ে।
তিনটা সাপ দেখলেই
আড়ালে যেতাম লুকিয়ে।


সাপ নিয়ে যখন সাপুড়ে
টাকা তুলতে আসতো।
ভয়ে ভয়ে ঘেমে যেতাম
শরীর জ্বরে ভুগতো।


এখনও দেখার ইচ্ছে জাগে
সাপ সাপুড়ের খেলা।
সময় আছে সাপুড়ে নেই
হারিয়ে গেছে ছেলেবেলা।