নাতি করে টানাহ্যাচড়া
দাদু করে উঁহু।
কোকিল ডাকে টিয়ে ডাকে
দাদি ডাকে কুহুকুহু।


দাদুর দাড়ি টানে নাতি
দাদির চশমা খোলে।
দাদু একটু আড়াল হলেই
নাতি কেঁদে ফোলে।


দাদির কাছে আবদার শত
দাদুর সাথে হাঁটে।
নাতি নিয়েই সময় কাটে
দুপুর সময়ে ঘাটে।


দাদু দেখায় আকাশের চাঁদ
দাদি শোনায় গল্প।
দাদুর সাথে চা খায় নাতি
দাদির সাথে অল্পস্বল্প।


এভাবেই হয় সময় পার
দাদু দাদি নাতির।
এমন সম্পর্ক নেই জগতে
নেই যে এমন খাতির।