আমি কবর দেখছে সবাই
চিন্তা নেই কারো।
খাচ্ছে সবাই লুটেপুটে
চাইছে বেশি আরো।


মদ জুয়া আড্ডাতে
মেতে উঠছে সবাই।
দুনিয়াকে আপন করছে
পর করছে আমায়।


হেসে খেলে যাচ্ছে চলে
দিন করছে পার।
সময় ঠিকই ফুরিয়ে যাচ্ছে
পাবে না ফিরে আর।


অলস হয়ে ঘুমিয়ে থাকছো
নামাজ কালাম বাদে।
ক্ষুধা লাগছে খাচ্ছে সবাই
আহ্লাদে ও স্বাদে।


আমি কবর ডাকছি সবে
শুনেছে নাতো কেউ।
মরণ হলে আপন আমি
সাথি হবে না কেউ।


ঐ দেখ কবর আমি
এই তোমাদের ঘর।
ঐখানেতে থাকতে হবে
মরণের পর।


কবর আমি চাইনা কিছু
টাকা পয়সা গয়না।
সুদ ঘুষ নেয় না আমি
ঈমানদার লোক পাই না।


মেলে যদি মুমিন লোক
কথা হয় মধুর।
জান্নাতে পাঠিয়ে দিয়ে
তাকিয়ে থাকি সুদূর।


জান্নাত যদি পেত চাও
কবরের কাজ কর।
গানবাজনা ফূর্তি ছেড়ে
কুরআন হাদীস পড়।