১।
বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ ১৯৪৯ সালের ৭ মার্চ।
বীরশ্রেষ্ঠ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ আজ।
বীরশ্রেষ্ঠ কৃষক আব্দুল মোতালেব হাওলাদারের বুক।
বীরশ্রেষ্ঠ গৃহিণী মা সাফিয়া বেগমের সুখ।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ ১৯৫৩ সাল।
বীরশ্রেষ্ঠ পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বীরশ্রেষ্ঠ ১৯৬৪ সাল।
বীরশ্রেষ্ঠ মুলাদি মাহমুদ জান পাইলট উচ্চ বিদ্যালয়। বীরশ্রেষ্ঠ ১৯৬৬ সাল।
বীরশ্রেষ্ঠ বরিশাল বি.এম (ব্রজমোহন) কলেজ।
বীরশ্রেষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ সেনাবাহিনী।
বীরশ্রেষ্ঠ সেনাবাহিনীতে PSS-১০৪৩ নম্বর।
বীরশ্রেষ্ঠ মেহেদিপুরে মুক্তিবাহিনীর ৭নং সেক্টর।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর।
বীরশ্রেষ্ঠ ১৪ ডিসেম্বর ১৯৭১।
বীরশ্রেষ্ঠ শায়িত চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আঙিনার।


২।
বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ ২ ফেব্রুয়ারি ১৯৫৩।
বীরশ্রষ্ঠ উপাধিতে ভূষিত তিনি অনন্য।
বীরশ্রেষ্ঠ ১৮ বছর বয়স।
বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের শত সাহস।
বীরশ্রেষ্ঠ ঝিনাইদহে মহেশপুরের খর্দ্দ খালিশপুর গ্রাম।
বীরশ্রেষ্ঠ আক্কাস আলী মন্ডল ও মোসাম্মাৎ কায়মুন্নেসা নাম।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ প্রিয় শৈশব।
বীরশ্রেষ্ঠ সেই সাহসী অবয়ব।
বীরশ্রেষ্ঠ খালিশপুর প্রাথমিক বিদ্যালয়।
বীরশ্রেষ্ঠ স্থানীয় নাইট স্কুলে সামান্য আলোয়।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ ১৯৭০ সাল।
বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে ধরা হাল।
বীরশ্রেষ্ঠ সেনাবাহিনী সিপাহী পদ ৷
বীরশ্রেষ্ঠ প্রথম ও শেষ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট৷
বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর।
বীরশ্রেষ্ঠ সৈনিক নাম্বার ৩৯০৪৩০১।
বীরশ্রেষ্ঠ ১৯৭১ সালের ২৮ অক্টোবর।
বীরশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কবরস্থান।
বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান।
বীরশ্রেষ্ঠ ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন।


৩।
বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল।
বীরশ্রেষ্ঠ ২০ বছর বয়সে দামাল।
বীরশ্রেষ্ঠ ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর।
বীরশ্রেষ্ঠ ভোলার দৌলতখান থানার পশ্চিম হাজীপুর।
বীরশ্রেষ্ঠ পিতা হাবিবুর রহমান হাবিলদার।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ পিতার কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে।
বীরশ্রেষ্ঠ সেই প্রিয় পবিত্র আলো বাতাস।
বীরশ্রেষ্ঠ ২০ বছর বয়সে মোস্তফা কামাল নিরুদ্দেশে যাওয়া।
বীরশ্রেষ্ঠ পাকিস্তানের চতুর্থ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টে চাকরিতে সন্ধান পাওয়া।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ দুই নম্বর প্লাটুন।
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েকের দ্বায়িত্ব গ্রহণ।
বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল।
বীরশ্রেষ্ঠ এপ্রিল ১৭ ১৯৭১ শহীদ হওয়া সময়কাল।


৪।
বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ ১৯৩৫ সাল।
বীরশ্রেষ্ঠ পিতা আজহার পাটোয়ারীর প্রথম সন্তান।
বীরশ্রেষ্ঠ জোলেখা খাতুনের প্রাণ।
বীরশ্রেষ্ঠ নোয়াখালী জেলার সোনাইমুড়ি।
বীরশ্রেষ্ঠ  বাঘপাঁচড়া গ্রামে উড়ানো ঘুড়ি।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ বাঘচাপড়া প্রাথমিক বিদ্যালয়।
বীরশ্রেষ্ঠ আমিষাপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ হয়।
বীরশ্রেষ্ঠ ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন।
বীরশ্রেষ্ঠ ৩৬ বছরের নৌবাহিনীর জীবন।
বীরশ্রেষ্ঠ মেজর শফিউল্লাহর অধীনে ২ নম্বর সেক্টর।
বীরশ্রেষ্ঠ বেঁচে থাকা ৩৬ বছর।
বীরশ্রেষ্ঠ ১০ ডিসেম্বর ১৯৭১।
বীরশ্রেষ্ঠ শেষ ঠিকানা বাগমারা রূপসা নদীর পাড়।


৫।
বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
বীরশ্রেষ্ঠ ১৯৪১ সালের ২৯ অক্টোবর স্মরণ।
বীরশ্রেষ্ঠ পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের "মোবারক লজ"-এ জন্মগ্রহণ।
বীরশ্রেষ্ঠ নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর।
বীরশ্রেষ্ঠ ৯ ভাই ও ২ বোনের মধ্যে ৬ষ্ঠর।
বীরশ্রেষ্ঠ বাবা মৌলভী আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন।
বীরশ্রেষ্ঠ ঢাকা কলেজিয়েট স্কুল থেকে পাসের পর সারগোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন।
বীরশ্রেষ্ঠ ডিস্টিংকশনসহ মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ ১৯৬৩ সালে নতুন পাইলট অফিসার হিসেবে নিয়োগ হন।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
বীরশ্রেষ্ঠ ২০ই আগস্ট, ১৯৭১।
বীরশ্রেষ্ঠ ২৯ বছর।
বীরশ্রেষ্ঠ শাহাদতের ৩৫ বছর পর।
বীরশ্রেষ্ঠ ২৪শে জুন ২০০৬ দেহাবশেষ মতিউরের।
বীরশ্রেষ্ঠ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর।
বীরশ্রেষ্ঠ পুনঃসমাহিত শহীদ বুদ্ধজীবীতে কবর।


বীরশ্রেষ্ঠ ২০০২ সালের অগ্নিবলাকা নামের একটি ডকুড্রামা।
বীরশ্রেষ্ঠ যেখানে রিয়াজ মতিউর রহমানের এবং তারিন মতিউরের স্ত্রী মিলির চরিত্রে চরিত্রনাম।
বীরশ্রেষ্ঠ "অস্তিত্বে আমার দেশ" ২০০৭ সালে চলচ্চিত্র নির্মাণ।
বীরশ্রেষ্ঠ জীবনীর সিনেমার সন্মান।


০৬।
বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।
বীরশ্রেষ্ঠ বাংলাদেশের মুক্তিযুদ্ধে চরম বীরত্বের স্বীকৃতিস্বরূপ।
বীরশ্রেষ্ঠ ১ মে, ১৯৪৩ সালামতপুর, ফরিদপুর।
বীরশ্রেষ্ঠ বর্তমান নাম ফরিদপুরের রউফ নগর।
বীরশ্রেষ্ঠ ডাকনাম রব।
বীরশ্রেষ্ঠ রউফ নগরের পাখির কলরব।
বীরশ্রেষ্ঠ বাবা মুন্সি মেহেদি হাসান এবং মাতা মুকিদুন্নেসা।
বীরশ্রেষ্ঠ লেখাপড়ার প্রতি ছিলোনা স্ব ইচ্ছা।


বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ চট্টগ্রামের ১১ উইং।
বীরশ্রেষ্ঠ ১৯৬৩ সালের ৮ মে পূর্ব পাকিস্তান রাইফেলসে জয়েন।
বীরশ্রেষ্ঠ পদাতিক সৈন্য।
বীরশ্রেষ্ঠ "বীরশ্রেষ্ঠ” উপাধিতে গণ্য।
বীরশ্রেষ্ঠ ১৯৭১ সালের ৮ এপ্রিল মর্টারের আঘাতে শহীদ হন।
বীরশ্রেষ্ঠ রাঙামাটির  নানিয়ারচর উপজেলায় একটি টিলার ওপর সমাহিত হন।


৭।
বীরশ্রেষ্ঠ তুমিই,
বীরশ্রেষ্ঠ নড়াইল জেলার মহিষখোলা গ্রামের দরিদ্র পরিবার।
বীরশ্রেষ্ঠ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধের দাবিদার।
বীরশ্রেষ্ঠ ডানপিটে শৈশবেই।
বীরশ্রেষ্ঠ প্রাথমিক শেষ করে উচ্চ বিদ্যালয়ে সপ্তম পড়েই।
বীরশ্রেষ্ঠ বিয়ে নিজ গ্রামেই।
বীরশ্রেষ্ঠ তোতাল বিবি কৃষক ঘরের মেয়েই।


বীরশ্রেষ্ঠ তুমিই,
১৯৫৯-এর ১৪ মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস-এ যোগদান।
বীরশ্রেষ্ঠ ১৯৭০ সালের ১০ জুলাইয়ের পর ল্যান্স নায়েক পদোন্নতি পান।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন নাজমুল হুদা'র নেতৃত্বে যুদ্ধে যোগ দেন ।
বীরশ্রেষ্ঠ নান্নু মিয়া গুলিবিদ্ধ হলে নূর মোহাম্মদ তাঁকে কাঁধে তুলে নেন।
বীরশ্রেষ্ঠ সেই বেয়নেটে।
বীরশ্রেষ্ঠ সেই ঝাড়ের ভিটে।
বীরশ্রেষ্ঠ ৫ সেপ্টেম্বর ১৯৭১ - ৩৫ বছরে।
বীরশ্রেষ্ঠ পরবর্তীতে সমাহিত যশোরের কাশিপুরে।