হইহুল্লোড় করে বেরিয়ে যেতাম
কে কার আগে।
দৌড়ে গিয়ে পরে যেতাম
গাল ফুলিতো রাগে।


অন্যের টিফিন চুরি করিতাম
খেতাম ভাগে সবাই।
বই খাতা লুকিয়ে রাখতাম
ডাকতাম আদু ভাই।


খাওয়া শেষে দৌড়ে গিয়ে
ফুটবল নিয়ে মাঠে।
এতো বন্ধু এতো শত্রু
বল কি পায়ে জোটে।


খেলা নিয়ে ঝগড়া হতো
কথা হতো কাটাকাটি।
বিরতি সময় পন্ড যেতো
খেলা হতো মাটি।


এখনতো সব মনে পড়ে
ভাসে চোখে চোখে।
হয়তো সবাই আছে সুখে
কেউবা আছে দুঃখে।