কার্তিক ও অগ্রহায়ণে
হেমন্ত হলো শুরু।
ধান ও কাটা মৌসুমে
কৃষকের যাত্রা শুরু।


আমন-আউশে পরিপক্ব
হেমন্তের এই কূল।
শিউলি কামিনী গন্ধরাজ
হেমন্তের এই ফুল।


ফিরনি-পায়েশ ক্ষীরে
শুরু কৃষকের নবান্ন।
আমন-আউসে শুরু
কৃষকের নতুন অন্ন।


লাঠিখেলা বাউলগানে
মেতে ওঠে হেমন্ত।
নাগরদোলা বাঁশিতে
গ্রামগঞ্জ প্রানবন্ত।


শখের চুড়ি, খৈ, মোয়ায়
হেমন্ত আসে গ্রাম্য মেলায়।
জামাইকে নিমন্ত্রণ করা
মেয়েও নাইওরে যায়।


কবি সাহিত্যিকের কলমেও
হেমন্ত দিয়েছে ধরা।
রবী ঠাকুর সুফিয়া কামাল
অনেকেই লিখেছেন ছড়া।


আভা শীতের শুরুতে
হেমন্তের হয় শেষ।
হেমন্ত আমায় রাঙিয়েছে
সাজিয়ে দিয়েছে বেশ।