দেড় বছর হলো পার
দুই বছরের কাছে।
ছোট্ট একটি খুকুমণি
আল্লাহ আমায় দিয়েছে।


আব্বু আব্বু বলে ডাকে
মাথায় রাখে হাত।
সকাল বিকাল কাটে আমার
সুখে কাটে রাত।


জানালা দিয়ে উঁকি দেয়
খেলে টুকু টুকু।
আমায় দেখে খুশি হয়
নামাজে দেয় রুকু।


খেতে গেলে সবার আগে
চামুচে দেবে ভাত।
হাসির ছলে পরবে লুটে
খুশিতে কুপোকাত।


আবছা কথায় চায় এটাসেটা
আইসক্রিম আর চকলেট।
কার্টুন দেখে মস্ত খুশি
ছোট্ট আমার বুলেট।


সকাল সকাল উঠে সে
জেগে থাকে নিশি।
আমায় দেখলে যখন তখন
দেবে মুচকি হাসি।