অনেক কুটুম অনেক ভিড়
ছোট মামার বিয়ে।
মাথায় টোপর পান্জাবী পরে
যায় পালকি নিয়ে।


আমি ছিলাম আব্বু ছিল
ছিল সাথে মা।
ভাত মাংস ছিল অনেক
সাথে পোলাও কোর্মা।


ভাত খেয়েছি মাছ খেয়েছি
খেয়েছি মিষ্টি পায়েস।
ঠান্ডা খেয়ে আরাম পেয়েছি
হয়েছে অনেক আয়েশ।


ঝগড়াঝাটি হয়েছে দুই একবার
সন্মানির টাকা নিয়ে।
আব্বুর কথায় থামলো সবাই
রাখলো বলেকয়ে।


ছোট মামি চলে এলো
নতুন বউয়ের সাজে।
বাড়ির উঠানে মানুষের ভিড়
বিয়ের গান বাজে।