শরৎ হলো ঋতুর রানী


রূপ মাধূর্যের সমারোহ,


নীল আকাশের সূর্যালোকে


মেঘ সূর্যের মুগ্ধকরা মোহ।


আকাশ নীলে কালো মেঘের


রোদের মাঝে খেলা।


বিলে নদীতে সাদা বক


কাশফুল আর আমন ধানের মেলা।


শিউলি কামিনী পদ্ম


শাপলা আর জুঁই ফুলে,


প্রকৃতি সাজে দৃশ্যের মতো


গ্রাম ফুলে আর তালে।


মুগ্ধ করা পাকা তালের গন্ধে


শরৎ ভাসায় ঘ্রানে,


হাটবাজারে  তালের মেলা


বাড়ির গৃহ বধু ব্যস্ত পিঠা বুননে।


মোহনীয় চাঁদনিরাতের শরৎে


প্রিয়জনের ছবি আঁকি।


শরৎের কথা ভেবেই


বিষাদের কথা ভুলে থাকি।