নতুন জমি দেখতে বেশ
সবুজ শ্যামলে ভরা।
কড়া রৌদ্রে মাটি শুকিয়েছে
বৃষ্টি ভরা ভরা।


কৃষক হাসে চাষীরা হাসে
হাসে শত জমি।
এমন সুন্দর মাঠ ফসল
আছে অনেক কমি।


ধানের চালে সারা বছর
সংসার চলে ভালো।
আউশ আমন বাড়তি সোনা
কৃষকের ঘর আলো।


ধান বেঁচে খরচ পাঠাতো
কৃষক বাবা রোজ।
এখন তুমি বড় অফিসার
বাবার নেই খোঁজ।


নদীর ভাঙনে সবই হারিয়েছে
হারিয়েছে ভিটেমাটি।
মা বাবার মত পৃথিবীতে
কিছু নেইতো খাঁটি।