শরৎের পর হেমন্ত এসেছে
আকাশে নতুন তারা।
নতুন ধানে নতুন ঘ্রাণে
মন যে দিশেহারা।


মাঠে মাঠে পাকা ধানের
মেলা বসেছে।
সূর্য মামার উঁকির মতো
কৃষক হাসছে।


গরম শীতের মধ্যিখানে
মনটা উদাস হয়।
গন্ধরাজ শিউলি কামিনী
নতুন সুভাষ দেয়।


কার্তিক আর অগ্রহায়ণে
মেলা বসে গঞ্জে।
শখের চুড়ি হলুদ শাড়িতে
বাড়ির বৌ সাজে।


বাউল গান, ঢোল বাঁশিতে
শুরু হয় নবান্ন।
খৈ মুড়ি আর মোয়াতে ঘেরা
আত্মীয় বাড়ির জন্য।


জোছনা খেলে দূর আকাশে
কবি লেখে গান কবিতা ছড়া।
এমন দৃশ্যে গৃহ বধু আর বর
প্রেম লীলাভূমিতে মাতোয়ারা।