আমি দূর থেকে তাকিয়া....
তোমাতে ভিষণ প্রেমে মত্ত,
তোমাতে বিভোর তোমাতে স্বত্ব।


আমি দূর থেকে হাসিয়া....
ইশারায় আদানপ্রদান প্রেমের চিরকুট,
কিঞ্চিৎ কোমল হাসি রাজমুকুট।


আমি দূর থেকে আসিয়া....
অপেক্ষার জাল বুনি শিউলি তলে,
জোছনা দেখি শাড়ির আঁচলের আড়ালে।


আমি দূর থেকে পাইয়া....
নূপুরের শব্দ গুনে গুনে হাঁটি
প্রতিবিম্ব তোমার ছায়ার ছবি খাঁটি।


আমি বারবার প্রেমে পড়েছি।
তোমার কথা বলার ধরনে,
তোমার লাজুক হাসির কারনে,
তোমার হালকা শাসন বারনে,
পিছু পিছু হাঁটা তোমার ছায়ার স্মরণে।