আলতা রঙের পায়ে
নূপুর বাজে গাঁয়ে।
ছোট খুকি হাসতে গিয়ে
মাটিতে পরে নুয়ে।


নতুন জামা পেলেই খুকি
আনন্দে আটখানা।
দুধ খেতে বললেই সে
করে শুধু বাহানা।


এদিক ওদিক দৌড়ে বেড়ায়
এটা সেটা নিয়ে।
দৌড়ে গিয়ে পিছলে পরে
কাঁদে মাটিতে শুয়ে।


মিষ্টি সুরের কান্না যে তার
অতি লোভী মায়াবী।
একটু আড়াল হলেই খুকি
হারিয়ে ফেলি নিজের সবি।