মিশেছে দেহ নলে,
পুড়েছি অশ্রু অনলে,
ভেসেছি সাগর তলে,
ছাই পোড়া কপালে।

একদিন বৈশাখী সন্ধ্যায়,
পরনে শাড়ি রজনীগন্ধায়,
গোলাপী ঠোঁটে রাঙায়,
বেনী ফুল খোঁপায়।


পড়েছি প্রেমের কবলে,
হেরেছি রূপের ছোবলে,
ডুবেছি ঠোঁটের খালে,
বেঁজেছি কর্ণের দুলে।


বহুত লোকের ভিড়ে,
অব্যক্ত বুক চিরে,
এক্সকিউজ মি সরি,
কথা বলতে পারি।


চমকে উঠে জিঙ্গাসাবাদ
নানা কারচুপি মতবাদ
ভুলভ্রান্তি অথচ অপবাদ
যুক্তি তর্ক নিরপরাধ।


পর্ব শেষে অধ্যায়,
মাফ সবই অন্যায়,
হাসি মুখে বিদায়,
রাতের প্রহর অপেক্ষায়,


গোপনে গহীনে কথোপকথন
সহচরী প্রিয় ফোন
কিছুদিন প্রিয়ার আত্নগোপন
কাটে রাত রক্তক্ষরণ।


অতিবাহিত বিয়োগফলে বছর
দূর গগনে নজর
নিভৃতে কাটে প্রহর
অচেনা অতল শহর।


ক্ষনিকের মিষ্টি আলিঙ্গন
পুরনো স্মৃতি দিনক্ষণ
দাড়ি গোঁফে মুখব্যাদান
জীবন ধুলাবালি মরুদ্যান।