নীলাদ্রি,
এখনো মধ্য রাতে, রাত বিরাতে আঙুল ছুঁয়ে যায় চিরকুট।
এখনো তিক্ত অশ্রুজলে, রুপ ফিরে আসে তোমার সৌন্দর্যের মুকুট।
এখনো চোখের দাগে, পলকে তোমারই মুখরিত মায়ার ছবি ভাসে।
এখনো বুক জমিনে, ডাহুক ডাকে তোমারই মতোই খলখলিয়ে হাসে।


নীলাদ্রি,
এখনো দাড়িয়ে থাকি চৌরাস্তার মোড়ে।
এখনো প্রতিনিয়ত ডুবি ভাসি আত্বচিৎকারে।
এখনো প্রহর গুনি শিউলি তলে।
এখনো দেখি পদ্ম পুকুর জলে।


নীলাদ্রি,
এখনো লিখি চিঠি প্রেম পত্রাবলি।
এখনো প্রতিদিন মেহেদী পাতা তুলি।
এখনো কালো ভ্রমর চোখ আঁকি।
এখনো বেলি রক্তজবা তুলে রাখি।


নীলাদ্রি,
এখনো কদম ফুলের মালা গাঁথি।
এখনো দেখি নাক ফুল পুঁথি।


(চলবে......)