পরে থাক প্রিয় গিটার। বাঁশি। একতারা।
ঢোল। হারমনিয়াম। দোতারা।
পরে থাক প্রিয় ডায়েরির খাতা।
প্রিয়ার চিঠির পাতা। খাম। আঠার ডিব্বা। স্টাবলার। পিন। মার্কার। সুঁই সুতো। ভ্রমর।
পুরানো খবরের শিরোনাম। এঁকে রাখা কাগজের কলাম। প্রিয় নায়ক। প্রিয় গায়ক।
চশমার ফ্রেম। পুরাতন বেল্ট। ব্যাগের চেইন। চাবির ছোড়া।
সিগারেটের প্যাকেট। দিয়াশলাই। কাঠি। ছাইপাঁশ ঝুড়ি।
উপন্যাস। গল্পের বই। গানের সিডি। মিউজিক বক্স।
ওয়্যারড্রোব। জুতোর বাক্স। কম্পিউটার টেবিল। চেয়ার।
দক্ষিণা বারান্দা। ময়না পাখি। ফুলের টব। শার্টের দড়ি।
রান্নাঘর। বাসনকোসন। মগ। প্রিয় থালা। বালতি।
মশা। কয়েল। মশারি।
ধুলোয় ভর্তি ফ্যান। মাকড়সার জাল।
বিমূর্ত গন্ধ। ময়লা জরাজীর্ণ টিশার্ট। জিন্স প্যান্ট।
ট্রুথ ব্রাশ। মেডিপ্লাস। বেসিন। আয়না। চিরুনি।
নাপা এক্সট্রা। হিসটাসিন। সেকলো।
চশমা। ব্রেসলেট। রিস্টব্যান্ড।
মোজা। সু জুতা।
দরজা। জানালা। চাবি। মই। প্রিয় ইট।
চার্জার। মোবাইল। হেডফোন।সুই। টিউব লাইট।
আমি আজ দেহ ভাগী। বহুরূপী। বহুরকম। বন্যপ্রাণী।
উড়তে চাই। সকাল। দুপুর। বিকাল। সন্ধায়। গাংচিলে।
ছুঁয়ে দিতে চাই। আকাশ। পাতাল। নদী। নালা খালবিলে।


আজ মনের কোণায় খড়কুটোর আগুনের ধুঁয়া।
তালবেতাল। আবোলতাবোল। মাতাল। মগ্ন।
আজই আমি ভবঘুরে। সন্ন্যাসী সন্নিকটে। সন্ধিক্ষণে।
আর ফিরবো না। ঘর। মেঝেতে। চিলেকোঠায়।


আমি নিজেকে বিক্রি করেছি। সদ্য বাজারে। নিত্য পন্য।
ঘুরতে বের হলাম। দেশটাকে দেখতে। পরম ইচ্ছায়।