ডুবছি তো সেই ৭১ থেকে
লাল রক্তের জলে।
ডুবছি তো সেই ৭৪'র দুর্ভিক্ষে
ভাত জোটেনি কপালে।


ডুবছি তো সেই ৭৫ থেকে
গনহত্যার ধ্বংসিত দাবানলে।
ডুবছি তো সেই ৮৮'র বাণে
রোদে পুড়ে হালে।


জ্বলছি তো সেই বর্ডার ক্রসিং
নৃশংস ফেলানী হত্যা।
জ্বলছি তো সেই শিশু বয়সে
রানা হত্যার কথা।


জ্বলছি তো সেই বাঁচার আকুতি
বিশ্বজিৎের নির্মম হত্যাকাণ্ড।
জ্বলছি তো সেই দেশ ধ্বংস
পিলখানা লন্ড-ভন্ড।


পুড়ছি তো সেই জোড়া স্বপ্নে
রুনি সাগরের প্রেম।
পুড়ছি তো সেই দেহ আত্মায়
রিফাত রক্তের ড্রেন।


পুড়ছি তো সেই জবানবন্দি জীবন
নুসরাতের আত্ম চিৎকারে।
পুড়ছি তো সেই দাঁড়ি টুপিতে
আবরার ফাহাদের সত্যনির্ণয়ে।