রোজ সকালে টুংটাং শব্দে
ঘড়ি বাজছে খুব।
ছোট খুকি তাই শুনে
গাল ফুলিয়ে চুপ।


ছোট খোকার মাথায় পোকা
ঘুম ভাঙেনি মোটেই।
আম্মু বলে ওঠে বসো
রাগ করেছে তাতেই।


খোকা খুকির বায়না শত
চকলেট আইসক্রিম।
দাঁতগুলোও তাদের পোকায় খেয়েছে
খেতেও পারে না ডিম।


স্কুল শেষে দৌড়ে গিয়ে
লুটেপুটে পরে তারা।
আম্মু তাদের এমন দেখে
রাগ মেজাজে দিশেহারা।


শুক্রবারে তাই সকালে
আম্মুও ডাকে না।
সপ্তাহে একদিন এই দিনে
তাই আম্মুও বকে না।


শনিবার হলেই আবার বাজে
ঘড়ির টুংটাং শব্দ।
একটু উঠতে দেরি হলেই
আবার খোকা খুকি জব্দ।