ওরে বাংলার মুসলিম,  তুই বড় মুর্খরে তুই মুর্খ।
মিথ্যে ধারনায়,  অজ্ঞানে গড়লি কলুষিত   দূর্গ।
চির নিরব প্রকৃতির সুন্দর দেশে,
তোর জনম গেল এলোমেলে বেশে।
তুই জানলি না তুই বুঝলি না,
কুরানের পাতা উল্টায়ে তুই খুজলিনা,
আসল সত্য যেথায়!
সত্যের নামে, শুধুই ভন্ডামি তোর কথায়।
এ ভবের লোভে, দিনের আলোকে করলি আড়াল,
তোর চারিধারে নিরবে বেষ্টিত নাস্তিকের বেড়াজাল।


তুই ভন্ডের কাছে মুরিদ হইলি,
প্রশান্তি ছাড়িয়া বৃথা যন্ত্রনা সইলি।
এ কি করলি হায়,
জান্নাতের তীব্র লালসায়
ছদ্মবেশি শয়তানের কাছে ঠেকলি দায়।
বিশ্বের মাঝে সর্বত্র ষড়যন্ত্র
তোর অক্ষিতে যেন মুক্তির মন্ত্র।


ঘুমে বিভোর হয়ে অবেলায় খুজিয়া ভোরের আলো।
কেন মুক্তির নামে বৃথা যন্ত্রনা জ্বালো?
ওরে অবুঝ,  তোর তুচ্ছ জ্ঞানের নোংরা যুক্তি তর্কে,
এদেশের ইসলাম যেন বিদায়ের মর্গে।
ব্যস্ত হয়ে এ জগত সার্থের নিছক  শিক্ষায়,
তোর যাওয়ার  সমর্থ হয়নি মসজিদ মাদ্রাসায়।
তাই কোরানের হাদিসের শুদ্ধ বানি তোর মগজে ঢোকেনি
যতনে মেলিয়া দুটি আখি তোর,  সত্যের দিগন্ত খোজেনি।
সারা বিশ্ব জুড়িয়া তোর বিস্তৃত দক্ষতা,
দ্বীনের জ্ঞানের বেলায় কেবলই সাধিলে সকল অজ্ঞতা।
বেদিনেরা আজ হয়েছে সচল
মিথ্যে নাটকে তোর দ্বীনকে করছে সহজে অচল।