ঝরছে বারি ঝরনা হয়ে
মনের ঐ রংধনুতে রং মাখিয়ে।


ডাকছে ক্রমশঃ মন মোহিতে
ঠাণ্ডা হাওয়ায় খুনসুটিতে।


দোদুল্যমান ঐ পত্র যুগল
নিজের দিকে টানছে কেবল।


গুড় গুড়ানী হাকের মাঝে
চিত্ত সাজে রাখাল বেশে।


পানির বানে বন্দি তনু
দু-হাতে কুড়ায় রেনু।


জানলা বেয়ে জলের ধেয়ে
আবেশেতে যাই হারিয়ে।


------ শিবপুর হাট, বেলা ২:৩০,  ২৮ জুন, ২০২০।