ওরে আয়! তোরা ছুটে আয়
কুঁড়িতে আর থাকা নয়।
আয় তোরা বাঁধন গুঁড়িয়ে লকলকিয়ে
উঠে পড় আড়মোড়া ভেঙে
বাঁধার পর্বত ডিঙিয়ে।  
ফুটে যা, ছুটে যা দিক্‌বিদিকে,  
যা তুই ছড়িয়ে।
উচ্চ করে শির, মুষ্ঠি উঁচায়ে  
আপন জাগরণ, দে তুই জানিয়ে।

দে! দে! ডাক দে ঐ নওজোয়ানে  
খুঁজে আন, তারে জমায়েত কর হে,  
প্রজ্বলে আগুন; ঐ তরুণ হৃদয়ে।      
শোন হে! শোন হে! নবীন  
তরুণ তারা, হৃদয়ে সবুজ যারা।    
যদিও ন্যূজ বয়সের ভারে
নয়তো তাদের কোমর গেড়েছে ডরে।    


ভয় নাই! ভয় নাই!  
হারানোর তো কিছু নাই,
পিছু হটার পরিসর নাই,    
রাত্রি এসেছে ফুরিয়ে,  
প্রভাতের রবি আসছে সোনালী রূপে।


উঠে পড়! উঠে পড়! প্রাতেঃ  
প্রভাতের কলরব জাগিবার আগে।    
বেঁধে ফেল রণসজ্জা, তূর্য শানিতে
কালের সাক্ষী বিপ্লব আনিতে।
কাল বিজয় কেতন উড়বে গগন দাপিয়ে  
নয়তো ভয়কে হারিয়ে আমরা ঘুমোব; নিরন্তরে।  
স্মরণীয় ঘুমে বরণীয় রবে কালান্তরে।