আমি তো চাই- সেনা বাহিনী বন্দুক ফেলে দিয়ে হাতে গোলাপ তুচ্ছ-নিয়ে কারো কাছে ছুটে যাক,
আমি তো চাই -বিপ্লর নয়- করচুম্মনের ভয়ে- খুনিরা ফেলে দিক হাত থেকে ছুড়ি:
আমি তো চাই- একাকিত্বতা ছেড়ে মাঠ পেড়িয়ে চলে আসো আমার  জীবন সজ্ঞী হয়ে,
আমি তো চাই-মায়ার-মুগ্ধতায় পড়ে সবকিছু বাদ দিয়ে  তোমার হয়ে বাচতে,
আমি তো চাই-কবিদের মতো আমিও কবি হয়ে তোমাকে নিয়ে কবিতা লিখতে:
আমি তো চাই-আমার লেখা কবিতা উপন্যাস-নাটক এর সকল চরিত্রে তোমায় রাখতে;
আমি তো চাই-প্রতিটি প্রহরে নিষিদ্ধ নগরে রাতের অন্ধকারে তোমার রুপের আলোতে নিজেকে উজ্জীবিত করতে;
আমি তো চাই- জন-কোলাহল থেকে নিস্তব্ধ শহরে ভালোবাসার ঘর বাঁধতে;
আমি তো চাই-পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তোমাকে ভেবে চাঁদকে যুগোলবন্ধি করতে;
আমি তো চাই-যাত্রাকালে তোমার পাশে বসে ট্রাফিক জ্যামের বাহানায় তোমাকে দেখে সময়টুকু কাটিয়ে দিতে;
আমি তো চাই-তোমার মতো কেউ একজন সবার জীবনেই থাকুক,
আমি তো চাই-সবাই প্রেমে পড়ে কবি হোক সভ্যতা বজায় রাখুক;
আমি তো চাই-আমার পড়ার টেবিলে তোমার প্রতিচ্ছবি আমার দিকে তাকিয়ে থাকুক;
আমি তো চাই-তোমার দীর্ঘ কেশের খোঁপার জুঁই ফুল হতে;
আমি তো চাই-তোমার হাতের রেশ্মী চুড়ি-ঝুমকো কানের দুল হতে;
আমি তো চাই-শয়ণে স্বপনে-জাগরণে-প্রতিটি ক্ষণে শুধুই তোমার হয়ে থাকতে;
আমি তো চাই -শুধু তোমার কবি হয়ে থাকতে।