যদি নিরবতা চাও-তবে ভালোবাসা দাও,
যদি মেঘ হতে চাও-তবে আকাশ প্রাণে তাকাও
যদি প্রেমিক হতে চাও-তবে কবি হয়ে যাও,
যদি কবিতা লিখতে চাও-তবে প্রেমিকার নয়নে নয়ন রেখে নিজেকে খুজে নাও;
যদি বৃষ্টি হতে চাও-তবে মেঘের সন্ধানে যাও,
যদি পানিতে ডুবে ডুবে ভেস থাকতে চাও-
তবে প্রকৃতির বুকে বুনোহাঁস হয়ে যাও;
যদি সুদীর্ঘ দীপ্তিময় আকাশে মেঘের
সাথে গা ঘিসিয়ে উড়ে বেড়াতে চাও-
তবে শংখচিল,শালিক হয়ে যাও;
যদি কৃষকের মুখের অমূল্য হাসি হতে চাও-
তবে সবুজ প্রকৃতির বুকে শষ্য হয়ে যাও;
যদি মাছ হয়ে বাংলার নদী-নালায়,পুকুর-ডোবায় স্বাধীন থাকতে চাও
তবে রুপালী সন্ধ্যায়,সকালে-দুপুরে নদীর জলে মাছ হয়ে ভেসে বেড়াও
যদি তুমি আমার হতে চাও
তবে ভালোবাসা দাও
যদি তুমি আমার লেখা কবিতা হতে চাও
তবে বিশ্বাসে-নিশ্বাসে প্রিয় হয়ে থেকে যাও