আমার দেখা সেই তুমি -ঠিক যেন সেই
প্রথম দেখার  মত;
আমার দেখা সেই তুমি-সেই চেনা মুখ তোমাকে নিয়ে স্বপ্ন ছিলো যত!
আমার দেখা সেই তুমি-একশো একটি নীল পদ্ম ফুল,
পদ্মাবতীর রুপে দেখতে পাবো বলে সাঁতড়ে পেড়িয়ে যাবো শত নদী কুল!
আমার কানে সর্বদা প্রফুল্লচিত্তে আওয়াজ করে তোমার সেই মিষ্টি কন্ঠে  আক্ষেপিত সুর,
নীরবে নীপ্রিতে শুনি বারংবার সেই তুমি -সেই তোমার অকাল্প্রন্ডিত ধ্বনি কতই মধুর!
সেই তোমার দীর্ঘ কৃষ্ণ কালো কেশে চমৎকিত হয়েছে হাজারো সুহাশিনী অনন্যা;
সেই তুমি আমার দেখা প্রথম তুমি যেন আমার কল্পনায় আকাঁ "কেশবতী কন্যা"!
তোমার চাহনী যেন নীল পদ্ম-তাকিয়ে দেখতেই রয়ে যায় জোড়া ভ্রুর ইশারা -
সেই তোমাকে এক কোটি বছর হয় দেখি না বলে হয়েছি দিশেহারা!