তোমার বদনে লতিয়ে পড়া লাল শাড়ী-
আমার দেখা সেই তুমি প্রথম চিরচেনা অবুঝ নারী;
যেন আকাশের মাঝে ভুমিকা'র ছোয়া- তোমাকে কল্পনায় ও ভালোবাসি এটাই চাওয়া-পাওয়া!


নীল আকাশের নিচে ভূমির মাঝে আমারও বসবাস;
শীতের সকালে ভূমি'তে জন্মানো শিশির ভেজা কমল ঘাস!
তোমাকে দেখার পরে নিজেকে আকাশ হিসেবে করেছি অবকাশ
বলতে পারিনি-তবে বলব,করতে পারিনি তবে করবোই করব  একদিন ভালোবাসা প্রকাশ