হালকা বর্ষায় তীব্র হাওয়ায় এলো যে শীত,
শীত কালে বাজে অনেকের বিয়ের গীত;
ঘন-কুয়াশায় যায় না দেখা ফসলের মাঠ,
শীত কালে হায় শিতল হয়ে থাকে পুকুরের ঘাট!


হাড় কাপানো শীতে খোলা ফুটপাতে
অসহায় দুখীদের ক্ষুধা পেটে কাপাকাপি,
কোনো শিশু হায় শীতের বেলায়
গোসল না করার বাহানায় করে কান্নাকাটি!


সকালের ঘন-কুয়াশায় খেজুরের রসের মজা,
দুচোখে ঝাপসা কুয়াশায় যায় না কারও দেখা;
প্রতি শীতকালে খেতে ইচ্ছে করে পিটা-পায়েস
কারো জন্য কষ্টের আবার কারও আরাম-আয়েস।