বিশ্বাস করো জ্ঞান দিতে আসিনি
শুধু কতেক বছর আগে ঘটা
সেদিনের সেই কথা স্মরণ করাতে এসেছি।
মনে পড়ে?
রাত্রি দ্বিপ্রহর ছাড়িয়েছিল,
ঝুপ ঝুপ বৃষ্টি টা তখনো থামেনি।
উন্মাদ,মাতাল!
অমাবস্যায় ল্যাম্পপোষ্টটা নিভে যেতেই অন্ধকারে ডুবলাম।
এতটা অন্ধকারে,
যেখানে আলোর ঢেউ আছড়ে পড়েনা।
প্রকট তীব্র গন্ধ আর মাদকতার সেই গলিপথে
আতরের সুবাস ছড়ালে তুমি।
এরপর
টেনে নিলে এতটা পথ
যতটা নিলে আমাজনের গহীনেও আলো জ্বলে।
এরপর!
তোমার আলোয় পুড়ে ভস্ম তুমি।
ভাসাতে চেয়েছো তোমার মাদকতায়
আমি ভাসলাম তোমার সুবাসে।
মেঘমালা পেরিয়ে বিস্র্তীণ আকাশ ভেদিয়া
হেরার জ্যোতি পেলাম খুজিয়া!
যুগপৎ চলতে জোড়া পায়ে ছন্দ খুঁজেছি
ছন্দে ফিরো নি!পা পিছলে।
তলিয়ে বহুদূর
এতটা গহীনে যে
তোমার দৃষ্টি সীমা আলোর রেখা ছুঁতে পারেনি।
আফসোস!
সৃষ্টি নিয়েই মজিলে তুমি,স্রষ্টাকে পাইতে চাইলে না!