নিশিরাত নিঝুম নিশ্চুপ ধরণী,
সদ্যজাত সন্তানটিকে ঘুম পাড়িয়েছে দুর্ভেদ্য আধারের পর্দা।
শুধু একলা আমার পারেনি মিটাতে তোমার প্রেমক্ষুধা!!!
কালের নিদ্রাহীন স্বত্তা বিনিদ্র আমি চাই তোমার প্রেমের সুধা।
শুধু একলা আমি নয়
হাজারো প্রাণ এই ক্ষণদাকে দিয়েছে ফাঁকি
নিখোঁজ সন্তানের জননী এখনো মুদেনি আঁখি
বিরহ বাঁশির সুরে এখনো পাখি ডানা ঝাপটায়
চৌরাস্তার টিপটিমে ল্যাম্পপোষ্টটায় নির্ঘুম রাত রয়
যুদ্ধবাজ সৈনিক ঘুমালেও ঘুমায়নি তার কামান
মজলুম আজ ব্যস্ত দেখো আগলাতে তার সামান।
তাই আজ আলো চাই,তোমার প্রেমের আলো
যে আলোর মশাল জালাবো দিকবিদিক
যে আলোয় ভাঙবে লক্ষ প্রাণের বিবেকের নিদ
তারপর
ছেলেহারা জননীকে ফিরিয়ে দিবো সন্তান
বিরহের বদলে বীণার সুরে জাগবে কতক প্রাণ
আলোকচ্ছটায় ভস্ম হবে নীল নকশার যত কূটচাল
ধরনীকে আর অশান্ত করতে বুনবে না ষড়যন্ত্রের জাল
অবশেষে থামবো আমি
বিনিদ্র রজনীর ক্লান্তি ফুরাতে,চেয়ে থাকবে তুমি।