ব্যস্ততার অন্তে কর্মযজ্ঞের ব্যর্থতার আয়োজন
জরাগ্রস্ত আসক্ত দেহ মন।
ব্যর্থতার ব্যথায় অগ্নিদগ্ধ লোকালয়
অশান্ত মন দ্বন্দ্ব দো-টানায়।
তখন-
তখন দৃষ্টি মিলায় দিগন্তে
গা-ঝাড়া দিয়ে জাগে সত্তা
আবু জমজমে ক্লেদহীন চিত্ত।
অনুগ্রহে অবারিত দৃষ্টি
পাহাড় আর বনানী পেরিয়ে
স্বচ্ছ নীল আকাশ এর পানে
অপলক চাহনি
যতক্ষণ-
শূণ্য না হয় হৃদয়।
এরপর,
ক্রমেই তারা ভরা আকাশ
চাঁদের আলো,রাতের স্নিগ্ধতা
আর
প্রেয়সীর খোলা চুলের দোলা
ছন্দ তুলে চলা
হৃদয়বীণায় উঠে কম্পন!
বাহুবন্ধন আর চাঁদের জ্যোৎস্নার
উষনো আতিথেয়তায় তৃপ্ত চিত্ত
স্বর্গলোকের পানে ছুটে চলে।