অনাদরে জন্ম যার কে নেবে খবর তার
এই কণ্টক পৃথিবীতে,
যেথা সদা স্বার্থের টানে ভুলে যায় আপনজনে
ছুড়ে ফেলে হৃদয় হতে।
কিবা তার মনের আশা আজন্ম ভালোবাসা
একাকার কুয়াশায় আজ,
ভুলে গেছি স্বপ্ন সাধ ভেঙেছে সাধের বাঁধ
দেখেও দেখেনা আমার অন্ধ সমাজ।
দিয়েছে আশা হাজার জনে নেই আজ তাদের মনে
ভুলেছে সকল কথা,
কিছিলাম তাদের আমি আজ তা সকল মমি
ধুলায় মিশেছে স্বপ্ন গাঁথা।


বন্দ হয়েছে বন্ধুর দ্বার চাহ ফিরে বিধাতা অপার
এখন একমাত্র তুমিই গতি,
মন ভেঙেছে মস্ত ভুলে জীবন সায়াহ্নে উঠেছি তোমার কূলে
ক্ষমা করো ওগো বিশ্ব অধিপতি।
ভুলে যাও আমার ভুল আমি যে বড় পথ বেভুল
নিতান্ত সরল মানুষ,
দ্বারে দ্বারে ফিরেছি আজ তব দ্বারে এসেছি
ফিরে পেতে মানবতার হুঁশ।
শুধু দাও করুণা তোমার ভালো মন্দ বুঝবার
সুনিপুন সুক্ষ জ্ঞান,
এপারে ওপারে তোমার খুশিতে উঠায়ে নাও তব তরীতে
আজিকার মতো এই আহবান।
দুনিয়ায় যত কুজন বানায়ে দাও সকলের সুজন
উপরে ফেলো হিংসার বান,
সুশীতল ধরার মাঝে স্বর্গের কারুকাজে
সাজাও তোমার হাতে হে রহমান।