সেদিনের যে পরিচয় ছিল,
আজ তার সাত বছর হল;
সেই বাবলা বন-
পাশে ফোটা রক্তিম পলাশের সারী
আর এলোমেলো হাওয়ার দাপট,
ঠিক গোধূলী বেলায়
তোমার আমার প্র্রথম পরিচয় ।
এক অসাভাবিক আকর্ষণ অনুভব করেছিলাম ;
তুমিও সপে দিলে নিজেকে,
রোপণ করলে ভালোবাসার বীজ ।
সেদিনের অংকুরিত ভালোবাসা
আজ অনেক বিস্তৃত,
তার কূল-কিনারা খুজে পাইনা আমি ।
নিজেকে ধিক্কার দেই
কেনো তোমাকে তোমার মত করে
ভালোবাসতে পারিনা ।
আজ বিশ্বাস করি,
তুমি আমায় কতটা  ভালোবাসো !