শীতের শেষে আউলা  বেশে দক্ষিণ বায়ু বয়
ফাল্গুনের এই নবীন হাওয়ায় মন কি ঘরে রয়।
চারি দিকে কুহু সুরে গাইছে কোকিল গান
কি করবো বলোনা সখি উচ্ছসিত প্রাণ।
কেমনে বাঁধি কেমনে রুখি আমার অবুঝ মন
দেখনা চাহি এলো নাকি বন্ধু প্রিয়জন।
এই বসন্তে আর পারিনা থাকতে একা ঘরে
বকুল গন্ধে ঘুম কেরেছে এসে আমার দ্বারে।
নানান ফুলে নানান ছলে সুবাস ছড়ায় বন
সেই সুবাসে ভ্রমর দলে মাতায় ফুলবন।
পাখির ঝাঁকে গানের সুরে মন আনন্দে উড়ে
বংশীধারী বাজায় বাঁশি বসে বিষম দূরে।
কচি পাতায় দোল লেগে যায় শাখায় চাপা ফুল
মনে হয় গো ঐতো দোলে বনের রানীর দুল।
সকল খানে সকল প্রাণে বাজছে প্রেমের বাঁশি
জগৎ জুড়ে চলছে এখন ভালোবাসাবাসি।
ফুল কাননের ঘুম ভেঙেছে খেলবে হোলি খেলা
আজ বসন্তে গাঁথবো দুজন বিনিসুতার মালা।