এমনও একদিন আসিবে,
পাগলের বেশে দাড়াবো তোমার দ্বারে,
তর্জনীর আঘাত পড়িবে তোমার কপাটে।
মৃত্যু ভয়ে এগিয়ে আসিবে তুমি,
অপলক চেয়ে বলিবো তোমারে আমি,
সব কি আগের মতোই আছে তোমার,
স্বপ্নের শহরে প্রদীপ জ্বেলেছ কি?
মূখ লুকাবে আঁচলের আড়ালে।
তোমার উঠোনের টংয়ে বসতে দিবে,
জলপান খেয়ে বিদায় হতে বলবে,
তৃষ্ণা নিভে যাবে, ঝিম ধরবে আমার,
শুয়ে পড়বো,ঘুমাবো চিরতরে,
তোমার ভালবাসা হেড়ে যাবে,
তোমার হাতে আমার শেষ জলপানের কাছে।