টুনটুনি আর খুকুমনি,
বসে শিমুল তলায়,
নাচছে তারা, গাইছে তারা,
বসন্তেরই ছোঁয়ায়।
টুনটুনিটি লেজ গুটিয়ে
তিরিংবিরিং নাচে,
তাই দেখে যে খুকুমনি
শিমুল ফুলে সাঁজে।
খুকুমনি, খুকুমনি,
লাগছে তোমায় বেশ,
দেখা হবে আবারো,
পেলে বসন্তের রেশ।