আমি তারে পারিনে ভুলিতে
তব সে পলাতকা আমারে এড়াতে,
ঘৃণায় শানিত তরবারি দিয়ে বুকের পর্দা ছিঁড়ে
সুদূর মরিচীকা মরুর প্রান্তরে বঞ্চনার পথটি ল'য়েছে চিনে।
কত যুগ গেলো হায় বৃথা
ব্যার্থ পথের প'রে পড়ে আছি,
তাহার পায়ের চিহ্ন বিনে ;
তব এ দেউলিয়া হিয়া দিগদিগন্তে যায় যে ছুটে-
উদাস উলস হাওয়ার মতো চকিতে ফিরে,
বল্গাহারা মৃগীর মতন মৃগতৃষা ঠোঁটে;
ব্যথিত ব্যকুল আঁখিপুটে হায়
রুদির নিঙাড়ি শুধু ঝরে!
আমি তারে পারিনে ভুলিতে।।